কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮ এ ০৬:১২ PM
কন্টেন্ট: পাতা
মুক্তাগাছা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা। মুক্তাগাছা মযমনসিংহ জেলার পশ্চিমে অবস্থিত। মুক্তাগাছা উপজেলার উত্তরে ময়মনসিংহ সদর উপজেলা ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ফুলবাড়িয়া উপজেলা, পূর্বে ময়মনসিংহ সদর উপজেলা ও ফুলবাড়িয়া উপজেলা, পশ্চিমে মধুপুর উপজেলা ও জামালপুর সদর উপজেলা। এ উপজেলা ২৪°৩৬´ থেকে ২৪°৫২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০৪´ থেকে ৯০°২০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্হিত । মুক্তাগাছার অবস্থান 24.7583°N 90.2667°E ।