জমিদার প্রধান এলাকা ছিল মুক্তাগাছা। বিভিন্ন পূজাপার্বন, অনুষ্ঠানাদি ও পারিবারিক প্রয়োজনেও জমিদার বাড়ীতে প্রচুর মিষ্টান্নের প্রয়োজন হতো । সেই প্রয়োজনের সুত্র ধরেই মন্ডার সৃষ্টি। ১৮২৪ খ্রীস্টাব্দে এই মন্ডা প্রস্তুত করেন মুক্তাগাছা থানার তারাটী গ্রাম নিবাসী গোপাল পাল। ছানার সন্দেশাকৃতির এই মিষ্টির প্রধান উপকরন দুধের ছানা ও চিনি। বর্তমানে পাল বংশীয় পঞ্চম পুরুষ ব্যবসার সাথে জড়িত। এখনো দেশের বিভিন্ন স্থানে এই মিষ্টির যথেষ্ট চাহিদা রয়েছে।
অবস্থান- মুক্তাগাছা উপজেলা
যোগাযোগের মাধমঃ সড়ক পথে যাওয়া যায়
(ব্যাক্তিগত যানবাহন/ বাস/ট্রেন)
ময়মনসিংহ শহর থেকে ভাড়া ২০টাকা
ময়মনসিংহ শহর থেকে দুরত্ব ১৮ কিঃ মিঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস