Wellcome to National Portal

মুক্তাগাছা উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

পরিচয়ঃ

মুক্তাগাছা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা। মুক্তাগাছা মযমনসিংহ জেলার পশ্চিমে অবস্থিত।  মুক্তাগাছা মণ্ডার জন্য সুপ্রসিদ্ধ। মুক্তাগাছার এই মন্ডা শুধু বাংলাদেশ নয় পৃথিবী খ্যাত। জমিদাররা ঊনবিংশ শতাব্দীতে ময়মনসিংহ শহরের উন্নয়নের জন্য বিশেষ অবদান রেখেছেন।তারা নানান সময় নানান প্রাসাদ তৈরী করেন যা আজও টিকে রয়েছে।

 অবস্থান, আয়তন ও লোকসংখ্যাঃ 

ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছা উপজেলা সদরের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। এ উপজেলা ২৪°৩৬´ থেকে ২৪°৫২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০৪´ থেকে ৯০°২০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্হিত । উপজেলার মোট আয়তনঃ ৩১৪.৭০ বর্গ কিলোমিটার। এই উপজেলায় ইউনিয়নের সংখ্যা ১০ টি ও পৌরসভা ১টি, মৌজার সংখ্যা ২৬১, গ্রামের সংখ্যা ২৮৩। ২০১১ সালের আদম শুমারী রিপোর্ট অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যাঃ ৪,৩১,১৮৪ জন। জনসংখ্যার ঘনত্ব: ১৩২০ জন। তন্মধ্যে  পুরুষঃ ১,৮৫,৯০৯ জন ও মহিলাঃ ১,৮০,৪৮৮ জন ।স্বাক্ষরতার হারঃ ৪৩.৫%

  সীমানা:

উত্তরে ময়মনসিংহ সদর ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ী উপজেলা, পূর্বে ময়মনসিংহ সদর ও ফুলবাড়ী উপজেলা, পশ্চিমে মধুপুর ও জামালপুর সদর উপজেলা।